নিবেদিত সম্পর্কে



পরিচিতি 

নিবেদিত মানব উন্নয়ন সংস্থা-বাংলাদেশের একটি আর্থ-সামাজিক জনকল্যাণ মূলক সংস্থা। গরীব, দুস্থ, অসহায় ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক সাহায্যার্থে দানের অর্থ নির্ভর সংস্থা। দান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার মাধ্যমে আমাদের সামগ্রিক অর্থনৈতিক চাকা সচল করার সাথে সাথে ব্যক্তিগত আর্থ-সামাজিক উন্নয়নই এই সংস্থার একান্ত কাম্য।

আদর্শ

বিদেশী সাহায্য বা দাতা গোষ্ঠীর সৌজন্যে নয়, স্ব-অর্থায়নেও বাংলাদেশে পরিচালিত হতে পারে সফল সেবা প্রকল্প। এটা এই সংস্থার আদর্শ। কারণ সংস্থা বিশ্বাস করে যেহেতু জাতিগত ভাবে আমরা দাতার জাতি সেহেতু বাহিরের সাহায্য না নিয়েও আমাদের প্রাত্যহিক বা আবশ্যিক দানের মাধ্যমেই ব্যক্তিগতভাবে পুরো সমাজের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করতে পারি। তাই নিবেদিত মানব উন্নয়ন সংস্থার সকল কার্যক্রম পরিচালিত হয় এর সদস্য ও শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে।

আরও জানতে চাইলে দেখুন- নিবেদিত মানব উন্নয়ন সংস্থার প্রসপেক্টাস


No comments:

Post a Comment