Wednesday 14 August 2013

অর্থ-সমাচার

 
ফান্ডের উৎস
    প্রাত্যহিক দান-খয়রাত
    যাকাত 
    সদকা
    ফিতরা
    মানতের টাকা
    এককালীন দান
    মুষ্টি চাল
    পুরাতন কাপড়
    কুরবানির চামড়া বা তার টাকা
 
অর্থব্যয় ক্ষেত্র
সুরা তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ তায়ালা যাকাত দেয়ার ক্ষেত্র গুলো বর্ণনা করেছেন। মূলত এই ক্ষেত্র সমূহই দান ব্যয় করার সর্বোত্তম ক্ষেত্র। তাই আল্লাহ প্রদর্শিত এই ক্ষেত্র সমূহে ব্যয় করায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
এছাড়া জনকল্যাণার্থে ও ইয়াতিম-অসহায়দের সাহায্য করার জন্য এবং যারা সাহায্য চাইতে পারেনা অথচ সাহায্য প্রয়োজন তাদের কে সহযোগিতা করা হবে।
সংস্থার কার্যক্রম গুলোও ইসলাম কর্তৃক প্রদর্শিত দান ক্ষেত্র। সুতরাং সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য ও দানের অর্থ খরচ হবে।

No comments:

Post a Comment