Wednesday 14 August 2013

সদস্য হতে চাইলে যা করণীয়

 
যারা স্বেচ্ছায় দান করতে ইচ্ছুক এমন লোক অর্থাৎ সকল দাতা এই সংস্থার সদস্য হতে পারবেন। সংস্থার নির্দিষ্ট ফরম পূরণ করতঃ সদস্য হবেন যা একদম বিনামূল্যে সংগ্রহ করা যাবে। নিজ যোগ্যতা ও কর্মদক্ষতা এবং কার্যকরী ফলাফলের বিবেচনায় কমিটির সদস্য হওয়া যাবে।
কার্যকারিতার উপর ভিত্তি করে কমিটির সদস্য পদ বহাল থাকবে। সংগঠন কিছু সংখ্যক সদস্য কে আজীবন সদস্য পদ দিবে। কমিটির সদস্য হলে সংস্থার উন্নয়ন চার্জ হিসেবে মাসিক নির্ধারিত চাঁদা থাকবে যা সংস্থার আলাদা ফান্ডে জমা হবে।
চ্যারিটি ব্যাংক এর জন্য ব্যাংক প্রতি ১৫ টাকা দিতে হবে। চ্যারিটি ব্যাংকের মাধ্যমে নিত্যদিনের দান সংগ্রহ করা হবে।

No comments:

Post a Comment