Thursday 15 August 2013

এক নজরে নিবেদিত মানব উন্নয়ন সংস্থা

নিবেদিত মানব উন্নয়ন সংস্থা একটি আর্থ-সামাজিক উন্নয়নমূলক দান নির্ভর সংস্থা।সমাজের ভারসাম্যতা রক্ষায় ধনী-গরিবের অর্থনৈতিক সাম্যতা নির্ধারণে ইসলামি বিধি-বিধান মোতাবেক পরিচালিত একটি বেসরকারি সংস্থা হিসেবে ইতোমধ্যে এটি পরিচিত হয়েছে।

আমরা সবাই প্রতিনিয়তই বিক্ষিপ্তভাবে,ব্যক্তিগত পর্যায়ে ক্ষুদ্র হোক অথবা বৃহৎ হোক দান করে যাচ্ছি।কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে আমাদের এই দান সামাজিক/পার্থিব কোনো উপকারে আসছে কিনা?

আপনার এই বিক্ষিপ্ত,ক্ষুদ্র বা বৃহৎ দানকে পঞ্জিভুত তথা ফান্ড আকারে গঠন করে তার সঠিক ব্যাবহারের জন্য নিবেদিত মানব উন্নয়ন সংস্থা গঠিত হয়েছে।এই সংস্থার মাধ্যমে আপনার ক্ষুদ্র দানটা সমাজের আর্থিক অবস্থা পরিবর্তন করবে বলে আশা করি।

ইতোমধ্যে আমরা এটা নিয়ে সমাজের বিজ্ঞ এবং প্রাজ্ঞজনদের সাথে মতবিনিময় করেছি।আমলা,সমাজপতি,রাজনিতিবিদ,মিডিয়া ব্যক্তিত্ব,এনজিও ব্যক্তিত্ব,ব্যবসায়ী,শিক্ষক,ছাত্র সবধরনের মানুষের সাথে কথা বলেছি এবং এখনও তা অব্যাহত আছে।



No comments:

Post a Comment